One Living Life: মা

Sunday 5 June 2016

মা

অজস্র তারার মাঝে তুমি এক তারা,
অজস্র ফুলের মাঝে তুমি যেন আধ ফোটা ফুল,
সাগরের বুকে তুমি উত্তাল ঢেউ,
অনেক পাখির মাঝে তুমি যেন ছোট্ট বুলবুল,
অজস্র গানের মাঝে তুমি যেন এক কলি গান,
বাজানো বীনার সুরে সযতনে ধরে রাখা তান,
অনেক স্বপ্নের মাঝে তুমি যেন সুখের স্বপন,
অশ্রুর সাগর মাঝে কুড়িয়ে পেয়েছি আমি অমূল্য রতন,
অনেক ভাষার মাঝে তুমি যেন মনের এক ভাষা,
সব চেয়ে দামি সেই অন্য ভালোবাসা ।

 - সবিতা পাল

1 comment :