কাটলো যখন অমানিশা পেলাম যখন পথের দিশা
নামলো যখন মাটির ঘরে চাঁদ
সুখ পায়রা ধরবো ভেবে পেতেছিলাম ফাঁদ।
আশা ভালোবাসা দিয়ে বেঁধেছিলাম বাসা
ধুলোমুঠি ধরতে গিয়ে পেলাম সোনার পাশা
তখন কেন আঘাত হানো, এমন সর্বনাশা।
যখন ঠিক মাঝ দরিয়ায় ভাসিয়েছিলাম ভেলা
যখন শুধুই জলসা ঘরে আমার গাওয়ার পালা
তখন কেন এমন করে পেলাম অবহেলা ।
যে পথ দিয়ে যখন যেতাম থাকত সবাই চেয়ে
জয়ের মালা পরিয়ে দিত আমায় কাছে পেয়ে
কেন সেই সুখের দিনে আমার বুকে ধরলো এত জ্বালা।
নামলো যখন মাটির ঘরে চাঁদ
সুখ পায়রা ধরবো ভেবে পেতেছিলাম ফাঁদ।
আশা ভালোবাসা দিয়ে বেঁধেছিলাম বাসা
ধুলোমুঠি ধরতে গিয়ে পেলাম সোনার পাশা
তখন কেন আঘাত হানো, এমন সর্বনাশা।
যখন ঠিক মাঝ দরিয়ায় ভাসিয়েছিলাম ভেলা
যখন শুধুই জলসা ঘরে আমার গাওয়ার পালা
তখন কেন এমন করে পেলাম অবহেলা ।
যে পথ দিয়ে যখন যেতাম থাকত সবাই চেয়ে
জয়ের মালা পরিয়ে দিত আমায় কাছে পেয়ে
কেন সেই সুখের দিনে আমার বুকে ধরলো এত জ্বালা।
- সবিতা পাল
No comments :
Post a Comment