One Living Life: তোমার জন্য

Monday 27 June 2016

তোমার জন্য


তোমার খুশির জন্য হব তরুলতার ফুল
তোমার খুশির জন্য আমি গান গাওয়া বুলবুল।
চাঁদকে এনে ভরিয়ে দেব তোমার হাতের মুঠি
কপালে টিপ দিয়ে তবে চাঁদের হবে ছুটি।
তোমার জন্য রাঙিয়ে দেব প্রজাপতির পাখা
দেখবে তুমি তাইতো আমার রঙিন ছবি আঁকা।
তোমার খুশির জন্য আমি ঝর্না হয়ে তাই
পাহাড় বেয়ে আপনমনে নৃত্য করে যাই।
গাঁথব মালা সাগর থেকে মুক্তা মানিক আনি
তোমার খুশির জন্য হব ফুলের দেশের রানী।
তোমার খুশির জন্য হব সাতরঙা এক পাখি
ঘুম পাড়ানী সুরে আমি উঠবো তোমায় ডাকি।।

 - সবিতা পাল

1 comment :

  1. My mom wrote this one for Aniv when he was a little baby and she was in America to give him company.

    ReplyDelete