One Living Life: তুমি বন্দিনী

Monday 29 August 2016

তুমি বন্দিনী

বন্দিনী তুমি সীতা অশোক কাননে,
রাধা রূপে বন্দী ছিলে শ্যামের  চরণে।
সাধ তব মেটে নাই সেবিয়া সে কমললোচন
তাই বিষ্ণুপ্রিয়া হয়ে বিষ্ণুকেই করেছ বরণ।
কিন্তু নিঠুর হরি গৃহকোণে বন্দি করি
মেতেছিল নাম সংকীর্তনে।
হয়ে প্রিয়া যশোধরা ছিল রূপে মনোহরা
তোমার তপস্যা তবু হয় নি সফল।
কুমার সিদ্ধার্থ  হায় তোমাকে ছাড়িয়া যায়
সুকোমল বক্ষে জ্বালি বিরহ অনল।
পাষাণে ঝরিত অস্রু তোমার ক্রন্দনে,
তবু তুমি ধরা দিতে যুগে যুগে প্রেমের বন্ধনে।

 - সবিতা পাল

No comments :

Post a Comment