One Living Life: আমি যখন যাবো

Tuesday, June 7, 2016

আমি যখন যাবো

আমি যখন তোমায় ছেড়ে যাবো,
তুমি তখন আকাশ পানে চেয়ে
আমার গাওয়া গানগুলি সব
শুনিও গো গেয়ে।
আমি যখন তোমায় ছেড়ে যাবো
আমার সেই সমাধির পাশে
একমুঠো ফুল ছড়িয়ে দিও
সবুজ কোমল ঘাসে।
ভোরের বেলা ফুল বাগানে যেও
তোমার পায়ে পড়বো আমি ঝোরে
আদর করে তখন তুলে নিও।
তোমার মনে আঁকা আমার ছবি
যদি পারো সবই মুছে ফেলো
স্মৃতির পাতা ছিঁড়ে ফেল সবই।
বলছি যখন তোমায় এ সব কথা
হচ্ছে মনে কি যেন এক ব্যাথা।
হলো না মোর ভুলে যেতে বলা
হলো না মোর একলা পথে চলা।
জাগো যদি নিদ্রা বিহীন নিশি
থাকবো আমি তোমার পাশে বসি।
আমি যখন তোমায় ছেড়ে যাবো
বীণায় তুমি সুরের মালা গেঁথো
ছেড়ে আমি যতই যেতে চাই
ততই যেন তুমি আমায় বেঁধো।

-সবিতা পাল।

1 comment :