তোমাকে ছাড়িয়া যত দূরে আমি যাই
চেয়ে দেখি এই হৃদয়ে আমার
তুমি ছাড়া কিছু নাই।
গগনে দেখেছি শশী রূপরাশি
তারই মাঝে তবে অমলিন হাসি
দেখিয়া আমার গোপন সে ব্যাথা
নিমেষে হয়েছে লয়।
আবার যখন আঁখি জলে ভাসি,
চুপি চুপি তুমি দাঁড়ালে যে আসি
নিমেষে আমার ভ্রান্ত হৃদয়ে
শান্তি ফিরিয়া পাই।
যখন যেখানে বনে উপবনে,
তব গান শুনি পাখির কূজনে
খুশির আবেগে চঞ্চল হিয়া
নাচে আর গান গায়।
গিরি ,গুহা আর ঝর্নাকে হেরি
ক্ষনে ক্ষনে আমি উঠেছি শিহরী
এরই মাঝে তব বিলীন সত্তা
যদি আমি খুঁজে পাই।
আবার যখন নদী তীরে বসি
তোমার ভাবনা ভাবি রাশি রাশি
সেইক্ষণে তব মুখখানি আমি
আবার দেখিতে পাই।
চেয়ে দেখি এই হৃদয়ে আমার
তুমি ছাড়া কিছু নাই।
গগনে দেখেছি শশী রূপরাশি
তারই মাঝে তবে অমলিন হাসি
দেখিয়া আমার গোপন সে ব্যাথা
নিমেষে হয়েছে লয়।
আবার যখন আঁখি জলে ভাসি,
চুপি চুপি তুমি দাঁড়ালে যে আসি
নিমেষে আমার ভ্রান্ত হৃদয়ে
শান্তি ফিরিয়া পাই।
যখন যেখানে বনে উপবনে,
তব গান শুনি পাখির কূজনে
খুশির আবেগে চঞ্চল হিয়া
নাচে আর গান গায়।
গিরি ,গুহা আর ঝর্নাকে হেরি
ক্ষনে ক্ষনে আমি উঠেছি শিহরী
এরই মাঝে তব বিলীন সত্তা
যদি আমি খুঁজে পাই।
আবার যখন নদী তীরে বসি
তোমার ভাবনা ভাবি রাশি রাশি
সেইক্ষণে তব মুখখানি আমি
আবার দেখিতে পাই।
- সবিতা পাল