One Living Life: June 2016

Monday 27 June 2016

তোমার জন্য


তোমার খুশির জন্য হব তরুলতার ফুল
তোমার খুশির জন্য আমি গান গাওয়া বুলবুল।
চাঁদকে এনে ভরিয়ে দেব তোমার হাতের মুঠি
কপালে টিপ দিয়ে তবে চাঁদের হবে ছুটি।
তোমার জন্য রাঙিয়ে দেব প্রজাপতির পাখা
দেখবে তুমি তাইতো আমার রঙিন ছবি আঁকা।
তোমার খুশির জন্য আমি ঝর্না হয়ে তাই
পাহাড় বেয়ে আপনমনে নৃত্য করে যাই।
গাঁথব মালা সাগর থেকে মুক্তা মানিক আনি
তোমার খুশির জন্য হব ফুলের দেশের রানী।
তোমার খুশির জন্য হব সাতরঙা এক পাখি
ঘুম পাড়ানী সুরে আমি উঠবো তোমায় ডাকি।।

 - সবিতা পাল

Saturday 18 June 2016

Testing out the SJCAM on Parama Island Flyover, Kolkata

Its indeed difficult for some budgets to fit the GoPro in. But, then you can enjoy the ride more and be a little less pro. So, I got the SJCAM which seems to have done a great job at just 6500 from Amazon.
I was pretty excited to have a cam like this and indeed a short ride for a test was a must. The straps used as chin mount was good enough.

Watch the video below in Full Resolution (at least 720p) to enjoy the content.

Tuesday 14 June 2016

কেন দুঃখ দিলে

কাটলো যখন অমানিশা পেলাম যখন পথের দিশা
নামলো যখন মাটির ঘরে চাঁদ
সুখ পায়রা ধরবো ভেবে পেতেছিলাম ফাঁদ।
আশা ভালোবাসা দিয়ে বেঁধেছিলাম বাসা
ধুলোমুঠি ধরতে গিয়ে পেলাম সোনার পাশা
তখন কেন আঘাত হানো, এমন সর্বনাশা।
যখন ঠিক মাঝ দরিয়ায় ভাসিয়েছিলাম ভেলা
যখন শুধুই জলসা ঘরে আমার গাওয়ার পালা
তখন কেন এমন করে পেলাম অবহেলা ।
যে পথ দিয়ে যখন যেতাম থাকত সবাই চেয়ে
জয়ের মালা পরিয়ে দিত আমায় কাছে পেয়ে
কেন সেই সুখের দিনে আমার বুকে ধরলো এত জ্বালা।

- সবিতা পাল 

Tuesday 7 June 2016

তার জন্যে

আজ যে এই লিখতে বসেছি, তা আরো একবার তার ই দ্বারা inspired হয়ে | মামারবাড়ি, ছেলেবেলার প্রায় সবার কাছেই তাদের প্রিয় জায়গা| আমার কাছে এই বাপারটি কোনরূপ আলাদা ছিল না| দাদুর সাথে মাঠে ঘুরে বেড়ানো আর ছুটির বেশ কিছু দিন আমেজ নিয়ে কাটানোটাই ছিল লোভের বিষই| পড়াসুনো অবিস্সী করতে হত, কারণ মা কখনো সেটা থেকে রেহাই দিতেন না| তবু, বাড়িতে গরমের ছুটিতে পড়তে বসা আর মামারবাড়িতে বসে পড়ার মধ্যে অনেক তফাত ছিল|

প্রথমত টুকটাক ভুল হলে, বাবা আসেপাসে থাকার আশংকা একদম ছিল না| দিতীয়ত, মা পড়াতে বসাবার চান্স ও ছিল খুব কম| বেশির ভাগ দিন সকালটা দাদুই পড়াতেন| আর দাদু পড়ালে, টুকটাক ভুল বা অন্যমনস্ক হলে, মারের বদলে বরং একটু আদরই পাওয়া যেত| তবে একটু দিন গড়ালে, দাদু যেতেন গ্রামের কাজ দেখতে, আর সেই ফাঁকে কখনো মা এসে যাচাই করে যেতেন, সব ঠিকঠাক চলছে কিনা? এটাই ছিল আমার দিনের সব চেয়ে বড় চিন্তার বিষই| গোটা সকাল হেলেদুলে পড়ার পর, সেরম কিছুই এগত না, আর সেই দেখে মা প্রায় এক দু ঘা বসিয়েই দিতেন| সকালটা নাহই দাদু অনেক বাঁচিয়েছেন, কিন্তু এবার কি হবে?

আমি যখন যাবো

আমি যখন তোমায় ছেড়ে যাবো,
তুমি তখন আকাশ পানে চেয়ে
আমার গাওয়া গানগুলি সব
শুনিও গো গেয়ে।
আমি যখন তোমায় ছেড়ে যাবো
আমার সেই সমাধির পাশে
একমুঠো ফুল ছড়িয়ে দিও
সবুজ কোমল ঘাসে।
ভোরের বেলা ফুল বাগানে যেও
তোমার পায়ে পড়বো আমি ঝোরে
আদর করে তখন তুলে নিও।
তোমার মনে আঁকা আমার ছবি
যদি পারো সবই মুছে ফেলো
স্মৃতির পাতা ছিঁড়ে ফেল সবই।
বলছি যখন তোমায় এ সব কথা
হচ্ছে মনে কি যেন এক ব্যাথা।
হলো না মোর ভুলে যেতে বলা
হলো না মোর একলা পথে চলা।
জাগো যদি নিদ্রা বিহীন নিশি
থাকবো আমি তোমার পাশে বসি।
আমি যখন তোমায় ছেড়ে যাবো
বীণায় তুমি সুরের মালা গেঁথো
ছেড়ে আমি যতই যেতে চাই
ততই যেন তুমি আমায় বেঁধো।

-সবিতা পাল।

Sunday 5 June 2016

মা

অজস্র তারার মাঝে তুমি এক তারা,
অজস্র ফুলের মাঝে তুমি যেন আধ ফোটা ফুল,
সাগরের বুকে তুমি উত্তাল ঢেউ,
অনেক পাখির মাঝে তুমি যেন ছোট্ট বুলবুল,
অজস্র গানের মাঝে তুমি যেন এক কলি গান,
বাজানো বীনার সুরে সযতনে ধরে রাখা তান,
অনেক স্বপ্নের মাঝে তুমি যেন সুখের স্বপন,
অশ্রুর সাগর মাঝে কুড়িয়ে পেয়েছি আমি অমূল্য রতন,
অনেক ভাষার মাঝে তুমি যেন মনের এক ভাষা,
সব চেয়ে দামি সেই অন্য ভালোবাসা ।

 - সবিতা পাল